এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা: নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ কোহিনুর আলম (২৪) ও রাফিজুল মিয়া (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানার পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জেলার হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত কোহিনুর আলম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে ও রাফিজুল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সন্ধ্যার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে (ঢাকা বাসস্ট্যান্ড) শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আরও পড়ুন... ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পরে তাদের ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে তারা নেত্রকোনা হয়ে ঢাকায় যাচ্ছিল। ,’
