এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (১৯এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে সানকীডোয়ারী গ্রামের নাজিম উদ্দিন স্থানীয় দুধি বাজারে ধানকাটা শ্রমিক দুদু মিয়ার কাছে আসেন তার বোরো ধান কাটাতে। দুদু মিয়া কাঠা প্রতি ৮শ’ টাকা মজুরী চাইলে ক্ষেপে যান নাজিম উদ্দিন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দুদু মিয়া বাড়ি যাওয়ার পথে নাজিম উদ্দিনের লোকজন তার গতিরোধ করে লোহার পাইপ দিয়ে দুদু মিয়ার মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দিকে শ্রমিক দুদু মিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।