দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে হাবুল্লাহ হাসান (২৫) নামের অপর এক কৃষক আহত হয়েছেন।
রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিকুল হাসান ও আহত হাবুল্লাহ হাসান তারা দুই সহোদর বন্দউষান গ্রামের আব্দুলকুদ্দুসের ছেলে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে গুরিগুড়ি বৃষ্টির মাঝে বাড়ির পাশে বিলের জমিতে বেরো ধান কাটার কাজ করছিলেন দুই ভাই। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে ধান ক্ষেত থেকে বাড়ীতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন তারা দুই ভাই।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষনা করেন। আহত হাবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।,’