পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে মোস্তফা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলালার গোহালাকান্দা ইউনিয়নের হাট বারেঙ্গা মধ্যপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে ।
নিহত মোস্তফা ওই হাট বারেঙ্গা গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাশেদুল ইসলাম নিহতের পারিবারিক বরাত দিয়ে জানান, মোস্তফা শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার বাড়ির পাশ থেকে ধানের শুকানো খেড় (গো-খাদ্য) বাড়ি আনতে যায়। এ সময় হঠাৎ বজ্রসহ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে তিনি সেখনেই বজ্রপাতে নিহত হন।,'