এই মাত্র পাওয়া

নাটকের নাম ‘নুসাইবা’

বিনোদন ডেস্ক:  ঈদের জন্য নির্মিত একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি।  নাটকের নাম ‘নুসাইবা’। এটি একটি আরবি শব্দ, যার অর্থ সৌভাগ্যবতী।  নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। পরিচালক জানিয়েছেন তানিয়াকে ভেবেই মূলত এ নাটকটির গল্প লেখা। আর তাকে নিয়েই কাজ করেছেন। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ,

এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালোবাসা ও শ্রেণি বৈষম্যের গল্প নিয়ে মূলত নুসাইবা নাটকটি নির্মিত হয়েছে। যেহেতু আমাকে ঘিরেই মূলত নাটকের গল্প, তাই কাজ করার আগে আমার প্রস্তুতি ছিল ভালো, যাতে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি।’ নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। ,'


আজকের সেরা খবর গতকালের সেরা খবর