এই মাত্র পাওয়া

এহন আমি কি করব, কোহানে থাকব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে একখান ঘর উপহার দেছেলো। সেই ঘরে ভালভাবেই বসবাস করতিছিলাম। কিন্তু ঘরডা আমার আগুনি পুড়ে শ্যাষ হয়ে গেল।,’ 


এহন আমি কি করব, কোহানে থাকব কিছু জানি না।- প্রধানমন্ত্রীর উপহারের মাথা গোঁজারশেষ আশ্রয়স্থল হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধা শাহিদা বেগম কথাগুলো বলেন সাংবাদিদের।,


ষাটোর্ধ শাহিদা বেগম। প্রায় তিন যুগ আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর এই ধরাধামে কেউ নেই নিঃসন্তান এই নারীর। থাকতেন পাটকাঠির বেড়া আর ছনের চালের ছোট্ট একটি ঘরে। বছর তিনেক আগে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন তিনি। কিন্তু আগুনে সর্বস্ব পুড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকুও শেষ হয়ে গেল তার।


বুধবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ হাজী আফিজউদ্দিন আলেকজান কলেজের পাশে এ আগুন লাগে। আগুনে বৃদ্ধা শাহিদা বেগম ছাড়াও আফজাল ব্যাপারী ও সোহাগ ব্যাপারী নামে দুই সহোদরেরও বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। ,


সরেজমিনে গিয়ে জানা যায়, আফজাল ব্যাপারীর স্ত্রী সুমাইয়া বেগম দুপুর বেলায় রান্না ঘরে রান্না বসিয়ে তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য বসতঘরে যায়। এমতবস্থায় অল্প কিছুক্ষণ সময় অতিবাহিত হলে হঠাৎ রান্নাঘরের চুলার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আফজালের বসতঘরসহ পাশেই থাকা তার সহোদর সোহাগ ব্যাপারী ও শাহিদা বেগমের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে পাশের কাশিয়ানী উপজেলা থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ,


এছাড়াও অগ্নিকাণ্ডে হাজী হাফিজউদ্দিন আলেকজান কলেজের একতলা ভবনের ওপর একটি এক হাজার লিটারের পানির ট্যাংক ও ২০০ ফুট এক ইঞ্চি সাইজের লম্বা প্লাস্টিকের পাইপ আগুনে নষ্ট হয়ে গেছে। ,


টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিবেশী কাজী কামরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৃদ্ধা শাহিদা বেগম অন্যের বাড়িতে কাজ-কাম করে খায়। মাননীয় প্রধানমন্ত্রী তাকে একটি ঘর উপহার দেন। সেই সুবাদে ভালোই দিন কাটছিল তার। হঠাৎ আগুন লেগে তার স্বপ্নের ঘরটি পুড়ে যায়। তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাই আবারো মমতাময়ী প্রধানমন্ত্রীর ছায়া পেলে ঘুরে দাঁড়িয়ে চলতে পারবে। , ... বিস্তারিত...http://dlvr.it/SmNM00
আজকের সেরা খবর গতকালের সেরা খবর