পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৪৫) নামের অটোরিকশা চালক খুনের চার ঘন্টার মধ্যে ঘটনার ‘মূল হোতা’ সোহানকে (২৪) গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহান উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকার সোহেলের ছেলে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে মঙ্গলবাড়িয়া এলাকার আমজাদ আলীর ছেলে সোহেল ও সোহেলের ছেলে সোহান এবং সোলেমান প্রতিপক্ষের একই এলাকার মৃত মনু শেখের ছেলে অটোরিকশা চালক দুলাল মিয়াকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করে।,
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপরই খুনের সাথে জড়িত সন্দেহে সোহেলের ছেলে সোলেমানকে (১৮) আটকের পর ঘটনার চার ঘন্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় খুনের ‘মূল হোতা’ সোহানকে (২৪) উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।,
আরও পড়ুন... পূর্বধলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাধে সোহান অটোরিকশা চালক দুলাল মিয়াকে খুনের দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।,'