নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি অর্জন করেছে দুই শিক্ষার্থী। গত বৃহস্পতিবার প্রকাশিত বৃত্তির ফলাফলে এ তথ্য জানা যায়। তারা হলো- শারমিন আক্তার (মেধাবৃত্তি) এবং মোবাশশিরা আক্তার (সাধারণ বৃত্তি)। দু’জনেই জিপিএ-৫ নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। মাদ্রাসাটির উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম জানান, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৫ জন জিপিএ-৫ সহ ৫৩ জন কৃতকার্য হয়। তাদের মধ্যে শারমিন ও মোবাশশিরা বৃত্তি পেয়েছে। এ খবরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।