নিজের অভিনীত প্রথম ছবি ‘নেশা’ তেও অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এদিকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না পুণমের। সম্প্রতি তার একটি সেক্স ভিডিও ফাঁস হয়েছে। আর সেটি ঝড়ের গড়িতে ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওটিতে দেখা গেছে একজন তরুণের সঙ্গে বিছনার যৌন দৃশ্যে মত্ত তিনি। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। তবে পুণম জানিয়েছেন এ ভিডিওটি তার নয়। এ বিষয়ে তিনি বলেন, আমার ভিডিও হলে আমিই সরাসরি এটা দিতাম অনলাইনে। লুকানোতে আমি বিশ্বাসি না। কিন্তু এই ভিডিওর তরুণীটি আমি নই। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এরকম একটি ভিডিও প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি সবাইকে এ ভিডিওটি শেয়ার না করার জন্য অনুরোধ করছি।
Tags:
বিনোদন