এই মাত্র পাওয়া

ফরিদা পারভীনের মৃত্যুতে সহকর্মীদের শোক



রুনা লায়লা- বিশিষ্ট লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের চলে যাওয়া দেশের সংগীত ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ্‌ তার আত্মাকে শান্তি দান করুন, আমিন। তার পরিবারের প্রতি রইলো শোক ও সমবেদনা। 

ফেরদৌস ওয়াহিদ- চলে গেল ফরিদা পারভীন। যতদিন বাংলাদেশের মানুষ গান শুনবে ততদিন ফরিদা পারভীন মানুষের মাঝে হীরার  টুকরোর মতো জ্বলজ্বল করবে।

আবিদা সুলতানা: ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শান্তিতে ঘুমাও ফরিদা আপা। তোমার অভাব পূরণ হবে না।

ফাহমিদা নবী- নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কি সাধ আছে বলো?- খুবই প্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন লালন কন্যাখ্যাত বরেণ্য শিল্পী ফরিদা পারভীন এই গানটির জন্য। তার সঙ্গে যতবারই কাজ হয়েছে, দেখা হয়েছে, তাকে ভীষণ অনুভূতি প্রবণ একজন একাকী মানুষ মনে হয়েছে।অন্তর্মুখী এই জাত শিল্পীকে শ্রদ্ধা জানাই। তার মোহিত কণ্ঠের গানে গানে তিনি রেখে গেছেন অগণিত ভক্তশ্রোতাদের। গানের মাঝে বেঁচে থাকবেন চিরকাল দর্শক শ্রোতার অন্তরে। তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ্‌ তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

কনকচাঁপা- আমাদের লালনগীতির কিংবদন্তি শিল্পী, সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ্‌ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো।

রবি চৌধুরী- সুরের আকাশ থেকে আরেকটা তারা ঝরে গেল। প্রিয় ফরিদা পারভীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন।

আসিফ আকবর- চলে যাওয়া মানে প্রস্থান নয়। বিনম্র শ্রদ্ধা ফরিদা পারভীন আপা।

আঁখি আলমগীর- এভাবেই একে একে চলে যাবেন সবাই, চলে যাবো আমরাও ।

শ্রদ্ধা-দোয়া জানাই গুণী শিল্পী ফরিদা পারভীনকে। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজকের সেরা খবর গতকালের সেরা খবর